Wellcome to National Portal
Main Comtent Skiped

সিটিজেন চার্টার

১।র‍্যপিড এ্যাকশন ব্যাটালিয়ন একটি সেবামূলক প্রতিষ্ঠান।

 

২। জাতি, ধম, বণ ও শ্রেনী নিবীশেষে দেশের প্রতিটি আমাদের কছে একই ও সমান ভাবে সেবা পাবার অধিকরী।

 

৩। ক্যাম্পে আগত সাহায্য প্রাথীদের বাস্তবিকতার সাথে সেবা প্রদান করা হবে।

 

৪। ক্যাম্পে আগত সাহায্য প্রাথীদেরকে ক্যাম্পর সদস্যবৃন্দ সম্মান প্রদশন করবে ও  সম্মানসূচক সম্বোধন করবে।

 

৫। মহিলা আসামী/ ভিকটিম কে যথাসম্ভব র‍্যাবের মহিলাসদস্যদের মাধ্যমে সাবিক নিরাপত্তা নিশ্চিত করবে।

 

৬। ক্যাম্প কমান্ডার ও ডিউটি অফিসার ব্যক্তিগত ভাবে হাজির হওয়া ব্যক্তির বক্তব্য মনযোগ সহকারে শুনবেন এবং প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহন করবেন।

 

৭। টেলফোনে প্রাপ্ত সংবাদের সততা যাচাই করে  প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহন করবেন।

 

৮। সেবা প্রাথীদের সুবিধাথে জেলার সকল জনবহুল ও প্রকাশ্য স্থানে এবং ডিশ ক্যাবলের মাধ্যমে ক্যাম্পের যগাযোগ টেলিফোন নম্বর প্রদান করা।

 

 

৯। সরকারী সকল কজে সাহায্য ও সহযোগীতা করা।

 

১০। ক্যাম্প কমান্ডার অপরাধ মূলক/ জনসংযোগ মূলক সভা করবেন এবং

সমাজিক সমস্যাসমূহ আইনগত সমাধানের প্রয়াস চালাবেন।