Wellcome to National Portal
Main Comtent Skiped

কী সেবা কীভাবে পাবেন

র‍্যাব ক্যাম্প কতৃক প্রদেয় সেবা সমূহঃ

 

                         ১।  আইন শৃংখলা বজায় রাখা

                         ২।  জন নিরাপত্তা নিশ্চিত করা

                          ৩। সন্ত্রাসী গ্রেফতার করা।

                          ৪। অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার।

                         ৫। জঙ্গীবাদ বিরোধী অভিযান

                         ৬। মাদক বিরোধী অভিযান ।

                          ৭। জালনোট/জালষ্ট্যাম প্রস্তুতকারী এবং ব্যবসায়ী গ্রেফতার।

                          ৮।  চাঁদাবাজ গ্রেফতার ।

                          ৯। অবৈধ ভিওআইপি বিরোধী অভিযান ।

                         ১০। প্রত্মতত্ব সম্পদ পাচার বিরোধী অভিযান ।

                         ১১। চলচিত্রে অশ্লীলতা ও ভিডিও পাইরেসী বিরোধী অভিযান ।

                          ১২। ভেজাল বিরোধী অভিযান ।

                         ১৩। ইভটিজিং বিরোধী অভিযান ।

                         ১৪। সাইবার ক্রাইম প্রতিরোধ ।

                          ১৫। নারী ও শিশু নিযাতন রোধে কাযকর ব্যাবস্থা গ্রহন ।

                          ১৬। গুরুত্বপূণ ও চঞ্চল্যকর মামলা তদন্ত ।

                          ১৭। চোরাচালান প্রতিরোধ

                          ১৮। অন্যান্য অপরাধমূলক কাযকালাপ বিরোধী অভিযান ।

 

সেবা পাবার উপায় ঃ

                          উল্লেখিত সেবাসমূহ পেতে হলে আপনাকে থানায় যেয়ে ঘটনার বিষয়বস্তু উল্লেখপূবক সাধারণ ডায়রী/মামলা করতে হবে। উক্ত সাধারণ ডায়রী/মামলার এফ আই আর এর ফটোকপি সহ ক্যাম্প কমান্ডার বরাবর আপনাকে আবেদন ককরতে হবে । ক্যাম্প কমান্ডার সেবা প্রদানের প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন । তবে অস্ত্র গোলাবারুদ  উদ্ধার, জঙ্গীবাদ , দমন, মাদক বিরোধী অভিযানে শুধুমাত্র তথ্য সরবরাহ করাই যথেষ্ট সহায়ক হবে।